এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা



দ্রোহ
কবিঃরাহান তাপস
দ্রোহে নয় শুধু
প্রতিহিংসার প্রতিবাদে
রুদ্রতার দ্বার থেকে
ছুটে আসে শিরায়-শিরায়
অন্তলীলর নীড় থেকে
ভেসে আসে প্রতিধ্বনি
দ্রোহে নয়-
প্রতিহিংসার প্রতিবাদে ।
*        *        *        *        *
প্রতিবাদের ভাষা
কবি:রাহান তাপস
প্রতিবাদের আগুন নিয়ে
মিছিল করে মিছিল কারী
মিছিল করে মিছিল কারী
মিছিল করে ব্যক্ত করি
মিছিল করেই দুর্গ গড়ি।

মিছিলে-মিছিলে রক্তে বারুদ
দামাল ছেলে পড়ে দরুদ
বুকের পাতান সাতান করে
বীরের মতো রাস্তা চরে
বীর বাঙ্গালী এগিয়ে চলে
তারি হাতের কব্জি ধরে।

মিছিলে-মিছিলে তেজস্ক্রিয়া
ছড়িয়ে পড়ে মানব ক্রিয়া

মিছিলে-মিছিলে ঐ যে তরুণ
বীর বলাকার নিশান ওড়ান
মিছিলে-মিছিলে রক্ত সাগর
জোয়ার তোলে ঐ আল-বদর।

মিছিলে-মিছিলে ছড়িয়ে পড়ে
রক্ত চোখের আগুন জ্বালা
মিছিলে-মিছিলে বিষিয়ে তোলা
মায়ের ভাষায় কথা বলা
মিছিলে-মিছিলে রক্ত পলাশ
মিছিলে-মিছিলে ঐ যে তরুণ
মিছিলে-মিছিলে রক্তে আগুন
টগবগিয়ে উঠছে ফাগুন
মিছিলে-মিছিলে নতুন আশা
ছিনিয়ে আনি বাংলা ভাষা
রক্তের নিশান এই আমার বাংলা ভাষা। ।
#       #       #       #       #       #      
From-
Rahan Tapos
Dhaka- Bangladesh.
Mobile +8801913935232
www.fb.com/Tapos.Rahan

কোন মন্তব্য নেই: