সিক্ত
ভালোবাসা
রাহান তাপস
ভোরের আলো ফুটল যখন
অন্ধ আকাশে
হৃদয় ভরে শুদ্ধ বায়ু
তোমার পরশে
আস্ত রবির নরম ছোঁয়া
তোমার তরফে
ভালোবাসার নতুন আভা
এলো বরষে
সিক্ত তুমি নতুন আলোয়
নতুন পরখে
ভালোবাসার এ কোন সুধা
তোমার সমুখে।।
#
# # #
# #
# #
Poem by Rahan Tapos(রাহান তাপস)
Mobile +8801913935232
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন