আমার পৃথিবীতে আমি চাই
রাহান তাপস
ভিসা মুক্ত পৃথিবী চাই
নির দিধায় বেরতে চাই
রঙ্গীন পৃথিবী দেখতে চাই
নতুন কিছু জানতে চাই
আমরা মানুষ বাচঁতে চাই
পৃথিবী জুড়ে থাকতে চাই
ভিসা মুক্ত হুকুম চাই
স্বাধীন ভাবে ঘুরতে চাই
গনন্ত্রের বিকাশ চাই
আমরা ক্ষুদ্র তাই তো ভাই
মানুষের মতো বিবেক চাই
গনন্ত্রের পূর্ণতা চাই!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন