এই ব্লগটি সন্ধান করুন
Click It
Translate
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
তোমারই সান্নিধ্য শুধু চাই-
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
কবিতা ( অর্পূণ ভাবনা )
অর্পূণ ভাবনা
রাহান তাপস
আমার মনের আল্পনা-
তুমি আমার কল্পনা
আমার যতো সাধনা-
আমার যতো বাসনা-
তোমার ধ্যানে তোমার সাথে আমার প্রাণের আস্তানা
তুমি আমার রসনা
তুমিই আমার যাতোনা
তোমায় নিয়ে আমার ধ্যান আমার মনের প্রার্থনা
তোমায় নিয়ে পূর্ণ আমার হৃদয় কারা জোছনা
তুমি আমার পূর্ণিমা তুমি আমার খেলনা না
তুমি আমার অর্পূণ তুমি আমার
সীমানা
তুমি আমার ভাবনা
তোমায় নিয়ে অবাক করা লীলার যতো ছলনা।
# # # # # #
রাহান তাপস
মোবাইল ০১৯১৩৯৩৫২৩২
সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
এই শতকের মোবাইল প্রেম
রাহান তাপস
কানে-কানে কথা হবে
আধুনিক ছোঁয়া যাবে।
দূরে থেকেও কাছে থাকো
মুঠো ফোন নিয়ে থেকো।
প্রেম-প্রেম খেলা হবে
ফোন দুটো বিজি রবে।
যন্ত্রের মোহ বলে
কথা যতো বলা চলে-
সে সময়ের ইতি টান
হয় না তো ব্যবধান
দিন যায়-রাত যায়
ভালোবাসা দৃঢ় হয়-
ভালোবাসা গড়ে-গড়ে
পুনরায় চালু রয়
প্রেম চলে প্রেম যায়
মোবাইল প্রেম হয়।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)