রাহান তাপস
কানে-কানে কথা হবে
আধুনিক ছোঁয়া যাবে।
দূরে থেকেও কাছে থাকো
মুঠো ফোন নিয়ে থেকো।
প্রেম-প্রেম খেলা হবে
ফোন দুটো বিজি রবে।
যন্ত্রের মোহ বলে
কথা যতো বলা চলে-
সে সময়ের ইতি টান
হয় না তো ব্যবধান
দিন যায়-রাত যায়
ভালোবাসা দৃঢ় হয়-
ভালোবাসা গড়ে-গড়ে
পুনরায় চালু রয়
প্রেম চলে প্রেম যায়
মোবাইল প্রেম হয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন