এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

কবিতা ( অর্পূণ ভাবনা )



অর্পূণ ভাবনা

রাহান তাপস
আমার মনের আল্পনা-
তুমি আমার কল্পনা
আমার যতো সাধনা-
আমার যতো বাসনা-
তোমার ধ্যানে তোমার সাথে আমার প্রাণের আস্তানা
তুমি আমার রসনা
তুমিই আমার যাতোনা
তোমায় নিয়ে আমার ধ্যান আমার মনের প্রার্থনা
তোমায় নিয়ে পূর্ণ আমার হৃদয় কারা জোছনা
তুমি আমার পূর্ণিমা তুমি আমার খেলনা না
তুমি আমার  অর্পূণ তুমি আমার সীমানা
তুমি আমার ভাবনা
তোমায় নিয়ে অবাক করা লীলার যতো ছলনা।
#                 #                 #                 #                 #                 #
রাহান তাপস
মোবাইল ০১৯১৩৯৩৫২৩২

কোন মন্তব্য নেই: