এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

কবিতা ঃ-কবি হওয়ার সাধনায়



কবি হওয়ার সাধনায়
poem by Rahan Tapos(রাহান তাপস)

কতটা সময় পারি দিয়ে শেষে
এসেছি এ পথে
কতটা কাল পুড়ে-পুড়ে এসে
মিশেছি এই রথে
কতটা ফাগুন ঝড়ে গেল শেষে
জীবনের সীমানাতে
কতটা কস্ট দিলে পরে তুমি
বলবে ভালোবাসতে
কত-কত পথ পারি দিয়ে শেষে
এসেছি এক সাথে
কত শত কবিতার পংক্তিমালা
রেখেছি হৃদয়ে গেথে
হাটি-হাটি পা-পা করে,চলেছি তবুও
কবিতার সাথে-সাথে।।। 
#                 #                 #                 #            #           #           #
From-        
By Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan      
phone +8801913935232

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

কবিতা :- রেশমি চুড়ি



                                   Poem by Rahan Tapos ( রাহান তাপস)


                         কাহার হাতের রেশমি চুড়ি

                         আমার কানে বাজে

                         রিনিঝিনি-রিনিঝিনি

                         কি সুর তোলে,তা যে-

                         হর্ষ জাগে আপন মনে

                         পুলক তোলে নয়ন লাজে

                         কি অপরূপ ঝিকিমিকি

                         ঝন-ঝনানিও সাজে

                         তাহার হাতের কাঁকন চুড়ি

                         আমার কানে বাজে।।
#            #            #            #            #            #            #
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
phone +8801913935232
Dhaka-1204,BANGLADESH.

সোমবার, ৮ মে, ২০১৭

কবিতা :- হাতির ঝিল



হাতির ঝিল
               
                                                        রাহান তাপস
মনে হয় যেন স্বর্গে আছি
হাওয়ায় উড়ছে মন
দিকে-দিকে দেখি আলোর বন্যা
আলোর নাচন-নাচেন।
সমুখে দেখি জল তরঙ্গ
জলের কোলাহল
আলো-আঁধারের রঙ্গিন ধারা
বহে যে সর্ব কুল
আদিতে ছিল ভরা দুকুল
শুধু হাতিদের চল
সেই সুবাদে হলো এর নাম
হাতির ঝিলরে হাতির ঝিল”।।
#          #          #          #          #          #          #       
From-        
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
phone +8801913935232
Dhaka-1204,BANGLADESH.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

কবিতার শিরোনামঃ-বৃষ্টি ঝড়ে,দুঃখ সরে

বৃষ্টি ঝড়ে,দুঃখ সরে
রাহান তাপস

আমি মেঘের সাথে দুঃখ নিয়ে পথ চলছি-
সে কেন হঠাৎ করেই
হৃদয় থেকে সরে দাঁড়ায়!
বৃষ্টি আমায়-
কান্না ভরা অশ্রু ঝরায়!
দুঃখ আমার যায় ভেসে যায়
শ্রবণ ধারায়!
বৃষ্টি ঝড়ে-
মধুর সুরে-
সঙ্গীতের সেই মূর্ছনায়!
দুঃখ আমার যায় ভেসে যায়
সেই সুরেই ব্যঞ্জনায়!
#          #          #          #          #
From-        
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan       
phone +8801913935232
Arcen gate,Postagola
Dhaka-1204,BANGLADESH.