এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

কবিতা ঃ-কবি হওয়ার সাধনায়



কবি হওয়ার সাধনায়
poem by Rahan Tapos(রাহান তাপস)

কতটা সময় পারি দিয়ে শেষে
এসেছি এ পথে
কতটা কাল পুড়ে-পুড়ে এসে
মিশেছি এই রথে
কতটা ফাগুন ঝড়ে গেল শেষে
জীবনের সীমানাতে
কতটা কস্ট দিলে পরে তুমি
বলবে ভালোবাসতে
কত-কত পথ পারি দিয়ে শেষে
এসেছি এক সাথে
কত শত কবিতার পংক্তিমালা
রেখেছি হৃদয়ে গেথে
হাটি-হাটি পা-পা করে,চলেছি তবুও
কবিতার সাথে-সাথে।।। 
#                 #                 #                 #            #           #           #
From-        
By Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan      
phone +8801913935232

কোন মন্তব্য নেই: