Poem by Rahan Tapos ( রাহান তাপস)
কাহার হাতের
রেশমি চুড়ি
আমার কানে বাজে
রিনিঝিনি-রিনিঝিনি
কি সুর তোলে,তা
যে-
হর্ষ জাগে আপন
মনে
পুলক তোলে নয়ন
লাজে
কি অপরূপ ঝিকিমিকি
ঝন-ঝনানিও সাজে
তাহার হাতের
কাঁকন চুড়ি
আমার কানে বাজে।।
# # # # # # #
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
phone +8801913935232
Dhaka-1204,BANGLADESH.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন