এই ব্লগটি সন্ধান করুন

Translate

বিজ্ঞাপনের জন্য জায়গা

বিভিন্ন রকমের বিজ্ঞাপন হতে পারে।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

একটা ভরা পূর্ণিমার রাত





                                কবি:-রাহান তাপস
যদি চাও একটা পূর্ণিমা রাত

কিংবা একটা গভীর অরণ্য

এবং নিস্তব্ধতা

যদি চাও একটা গভীর সমুদ্র

অক্ষত কোন হৃদয়

যার ভিতরে একটা ছবি

যা তোমারই প্রতির্মূতি দিয়ে গড়া।

যদি চাও একটা নীল আকাশ

আর এক বুক আকাশের মতো ভালোবাসা

নিঃস্বার্থ হৃদয়।

যদি চাও-

যদি চাও একটা ভরা পূর্ণিমা!

তবে পেতে পারো!

আমার এ বুকে-

বহু দিন পুষে রেখেছি

যদি চাও নিতে পারো!

যদি চাও একটা বিশাল আকাশ

আর আকাশের মতোই বিশাল ভালোবাসা

যদি চাও একটা মৃত্তিকার মানুষ

আর আদিম মানুষের স্বাদ

ও আদিম রসের লীলা!

যদি চাও তাও নিতে পারো!

যদি চাও মনের মতো মন

আর অকৃত্রিম ভালোবাসা

হৃদয়ের গভীর উপলব্ধি যদি চাও!

তবে এসো এ বুকে,প্রকৃতির সাথে!

এ রকম একটা ভরা পূর্ণিমায়। । ।

*         *         *         *         *         *