এই ব্লগটি সন্ধান করুন

Translate

বিজ্ঞাপনের জন্য জায়গা

বিভিন্ন রকমের বিজ্ঞাপন হতে পারে।

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

ফেসবুকের সাংঘাতিক





ইদানীং মহল্লায় মহল্লায় প্রেস ক্লাব দেখা যায়।আমাদের এলাকায় ও একটা প্রেস ক্লাব আছে।তো একবার সেই প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হলো।অনুষ্ঠানটি যথা স্থানে যথা সময়ই শুরু হলো।আমি ও যথা সময় যথা স্থানে আমার আসনটিতে বসলাম।এক সময়ে মাগরিবের আযান ও নামাজের জন্য সাময়িক বিরতি দিলেন।আমার চুপ-চাপ বসে থাকতে ভালো লাগছে না।তাই পাশের সিটে একটা ইয়াং ছেলে দেখলাম।ভাবলাম ইয়াং মানুষের সাথে একটু হাই-হেলো করি।তাই প্রথমেই তাকে জিজ্ঞাসা করলাম,এই ইয়াং বয় আপনি কি সাংবাদিক? (উল্লেখ যে ঐ অনুষ্ঠানে সব সাংবাদিকদেরই দাওয়াত দিয়েছিলো।)
সে একটু পেঁচিয়ে উত্তর দিলো, “আমাকে কি সাংবাদিকের মতো মনে হয় না?”
আমি ভাবলাম চেহারা বা বয়েস দেখে তো সাংবাদিকের ওয়েট করা যায় না।ওয়েট করা যায় তার কলমের কত ধার তা দিয়ে।তা যাই হোক।
পরক্ষনে তাকে জিজ্ঞাসা করলাম,“আপনি কি প্রেস মিডিয়ায় কাজ করেন নাকি ভিজিউয়াল মিডিয়ায়?”
সে বললও মানে বুঝিয়ে বলেন?
আমি ভাবলাম ক্রিয়েটিভ লোক তো তাই বুঝি এ রকম ভাবেই কথা বলে।
বুঝিয়েই বললাম ,“আপনি কি পত্রিকায় লেখা-লেখি করেন নাকি টিবিতে রিপোটিং এ আছেন?মানে, কোন মিডিয়ায় সাংবাদিকতা করেন?”
তখন সে বুঝলও আমার প্রশ্ন।এবং তার মুখের এক ঝলক হাসি দেখা গেলো।সে যে উত্তর দিলো তা শুনে আমি কি করবো বুঝতে পারছি না। কাঁদবো না হাসবো।
প্রিয় পাঠক,আপনারাই বলেন আপনারা সেই ইয়াং ছেলেটির উত্তর শুনে কি করবেন?
উনি উত্তর দিলেন ,“তিনি নাকি ফেসবুকের সাংবাদিক।’’ফেস বুকে লেখেন।
আর আমি মনে-মনে বললাম,কি সাংঘাতিক!এতো ফেসবুকের সাংঘাতিক।
#            #            #            #            #            #            #            #
From-        
By Rahan Tapos ( রাহান তাপস)
www.rahantapos.blogspot.com       
phone +8801913935232