এই ব্লগটি সন্ধান করুন

Translate

বিজ্ঞাপনের জন্য জায়গা

বিভিন্ন রকমের বিজ্ঞাপন হতে পারে।

রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ভালোবাসার পরিমাপ

রচয়িতা রাহান তাপস ❤
ছেলেঃএ্যাই তুমি আমাকে কতটা ভালোবাসো? 
মেয়েঃএটা আবার কি রকম প্রশ্ন!
ছেলেঃবলোনা 
মেয়েঃআরে ভালোবাসা কি পরিমাপ করা যায় 
ছেলেঃযায় যায় আধুনিক এই যুগে পরিমাপ করা যায় 
মেয়েঃআচ্ছা তবে ভালোবাসার একক কি লিটার গ্রাম না পাউন্ড? 
ছেলেঃওসব কিছু না। তবে ভালোবাসা পরিমাপ করা যায় 
মেয়েঃসেটা আবার কিভাবে? কোন যন্ত্র আছে নাকি ভালোবাসার পরিমাপের?
ছেলেঃ হ্যাঁ আছে তো,অন্য রকম!
মেয়েঃতো আমার ভালোবাসার পরিমাপ করো তো তবে হি.. …হি....
ছেলেঃআচ্ছা করছি! তুমি প্রতিদিন আমার, কয়বার খবর নাও? আর কতো বার মনে কর! 
মেয়েঃসকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা এবং রাতে। আর মনে করি তো কত কত বার তার কোন হিসাব নেই! 
ছেলেঃগুড,দশে দশ পেয়েছ আমার খাওয়া-দাওয়ার খবর নাও মানে আমি কি দিয়ে নাস্তা করলাম কি দিয়ে ভাত খেলাম ইত্যাদি ইত্যাদি 
মেয়েঃনেই তো সবসময়ই 
ছেলেঃতবে এখানেও দশে দশ পেলে এবার প্রশ্নটা অন্যরকম তুমি কি মাইন্ড করবে? 
মেয়েঃমাইন্ড করার মত হলে নিশ্চয়ই মাইন্ড করবো! তো মাইন্ডের পরিমাপ যন্ত্র দিয়ে আগে মাইন্ড মাপো হি হি....
ছেলেঃতোমার মাইন্ড মাপতে হবে না!আমি তো তোমার মন জানি 
মেয়েঃতাহলে প্রশ্ন করে ফেলো! 
ছেলেঃযৌবিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তো
মেয়েঃএটা আবার কি রকম প্রশ্ন 
ছেলেঃখুলে বলতে লজ্জা হচ্ছে যে
মেয়েঃও এবার বুঝেছি!তুমি কি ভালবাসার থিউরি দিয়ে ভালবাসার,পরিমাপ করছ? 
ছেলেঃঠিকই ধরেছো, ভালোবাসার থিওরি দিয়েই তোমার ভালোবাসার পরিমাপ করছি!
#এমআরটি পরিবার #

মনের বদল মন

যৌথ রচয়িতাঃরাহান তাপস ও যাকিয়া সুলতানা

M:মনের বদল মন দেবো
F:তোর মন খারাপের সঙ্গী হবো
M:আরে!এমন কথা আমি কবি
F:তোর হাসির কারণ হবো 
M:তোর হাসিতেই মিশে রবো
F:তোর নির্ঘুম রাত হবো
M:রাতের তারায় তোকেই চাবো
F:জাগোরনে তোর ছায়া হবো
M:ছায়ার পাশে কায়া হবো
F:তোর গান হবো,কবিতা হবো, না লেখা গল্প হবো!
M:ও আচ্ছা -তাই বুঝি!তবে তোর স্বপ্নের রাজা হবো F:আমিও তোর রানী হবো
M:তবেই তোকে ভালোবাসার জাদু দেবো 
নিবি আমায় তুই?
 F:তুলে তো নেবোই, আমার মনকে আমি কই
  দিবি আমায় তুই!!
M:তুই কি আমার বেষ্টি হবি
 সুখ-দুঃখের সাথী হবি 
 F:তোর কল্পনার হবো কবি 
 রং তুলিতে আকবি ছবি 
 M:আমায় তুই গেঁথে রাখিস
  ভালোবাসায় ভরে রাখিস 
  F:সুখে তুই নাইবা ডাকিস 
  দুঃখে তোর পাশে রাখিস 
  M:এমন করে কাছে রাখিস 
  প্রাণ ভরে ভালোবাসিস 
  F:আমি যে তোর পড়া বাঁশি 
   তোর হয়েছি তোরই আছি
   থাকবো রে তোর পাশাপাশি!!!
   ----------------------------------------
    ধন্যবাদ 

মানুষ শিরোনামে কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ


recitation by Rahan Tapos
Manush 
Pottery:nirmalendu gun 

আবৃত্তিতে রাহান তাপস


কবিতা আবৃত্তি 
কবিতার শিরোনাম ঃঅনন্ত প্রেম

শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

হায়রে গনতন্ত্র সুর ও সঙ্গীত রাহান তাপস


কবিতার শিরোনাম:"মনের বদল মন"

:"মনের বদল মন"

যৌথ রচয়িতাঃরাহান তাপস ও যাকিয়া সুলতানা

 

M:মনের বদল মন দেবো

F:তোর মন খারাপের সঙ্গী হবো

M:আরে!এমন কথা আমি কবি

F:তোর হাসির কারণ হবো

M:তোর হাসিতেই মিশে রবো

F:তোর নির্ঘুম রাত হবো

M:রাতের তারায় তোকেই চাবো

F:জাগরণী তোর ছায়া হবো

M:ছায়ার পাশে কায়া হবো

F:তোর গান হবো,কবিতা হবো, না লেখা গল্প হবো!

M:ও আচ্ছা -তাই বুঝি!তবে তোর স্বপ্নের রাজা হবো F:আমিও তোর রানী হবো

M:তবেই তোকে ভালোবাসার জাদু দেবো

নিবি আমায় তুই?

F:তুলে তো নেবোই, আমার মনকে আমি কই

  দিবি আমায় তুই!!

M:নেওয়া দেওয়ার মাঝে হবে সুখের বলি দান

F:আমাদের মাঝে হবে স্বর্গ সুখের বান

M:তুই কি আমার বেষ্টিত হবি

সুখ-দুঃখের সাথী হবি

F:তোর কল্পনার হবো কবি

রং তুলিতে আঁকবো ছবি

M:সব কিছুতেই গেঁথে রাখিস

  ভালোবাসায় ভরে রাখিস

  F:সুখে তুই নাইবা ডাকিস

  দুঃখে তোর পাশে রাখিস

  M:এমন করে কাছে রাখিস

  প্রাণ ভরে ভালোবাসিস

  F:আমি যে তোর পড়া বাঁশি

   তোর হয়েছি তোরই আছি

   থাকবো রে তোর পাশাপাশি!!!

   ----------------------------------------

প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাপর্ট দেবেন

    ধন্যবাদ🌹

ভালোবাসার দুষ্টমি

ভালোবাসার দুষ্টমি-ফাজলামী

By Rahan Tapos

www.rahantapos.blogspot.com

 

M:কাল রাতে তোমাকে স্বপ্ন দেখলাম, জান

F:কি দেখলে মশাই

M:দেখলাম তুমি আমাকে ভালোবাসা খুলে দিচ্ছো

F:সেটা আবার কি রকম! ভালোবাসা কি খুলে দেখানো যায়!!

M:যায় যায়,অদ্ভুত ভালবাসা খুলে দেখানো যায়!

F:তো কিভাবে খুললাম?

M:স্বপ্নের মত করে----

F:ঠিক আছে সেই স্বপ্নটাই তুমি বলো

M:দেখলাম তোমার অদ্ভুত পাগলামি ভালোবাসার খেলা

F:আরে কবি হেয়ালি রাখো!! কি দেখলে বলো

M:দেখলাম তুমি আমাকে লবণের মতো ভালোবাসছো

F:কি? আমি তোমাকে লাবণের মতো ভালোবাসি!!

M:হ্যাঁ বাসো তো! লবণ ছাড়া কি কোন তরকারি রান্না করা যায়!

লবণ তো  তরকারির সাথে জড়িয়ে থাকে।

আমি যেমন তোমাকে সারাক্ষণ জড়িয়ে রাখি হা...হা...

F:পচা কথা বলবে না!!

M:তোমার সাথে একটু দুষ্টুমি ও করা যাবে না!"

F:আচ্ছা ঠিক আছে, এবার বল,স্বপ্নে কি ভালোবাসার খেলা দেখলে

M:দেখলাম তুমি ফুল পরী হয়ে জানালা দিয়ে আমার গৃহে প্রবেশ করলে

F:তারপর!!!

M:আমার খুব কাছে ঘেঁষে বসলে।স্পর্শ করছিলো লোমকুপ গুলো--

F:তারপর তারপর!!!!

M:আমার নিঃশ্বাস দ্রুত বাড়তে থাকলো।আমাকে------

F:বলছো না কেন তার পার কি হলো

M:তারপর,আর কি আমি ভয়ে বেড সুইজ এর লাইট জ্বালালাম।

 আর ওমনি ফুল পরী ভেনিস।মানে তুমি আর নাই

F:ধ্যাত তুমি একটা ভীতুর ডিম

M:তাহলে একটা কাজ করো।

সেই ডিমটাকে তা দিয়ে বাচ্চা ফুটাও।

হা.....হা....আমাদের বাচ্চা হবে।

F:রাখো তোমার দুষ্টুমি

M:হা..... হা...

Please Like .............Thanks

Up load by Rahan Tapos

WhatsApp +8801718575818

ধন্যবাদ

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

হাছনরাজার গান(লোকে বলে বলেরে....

লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালানা আমার (হাছনরাজার গান}

ছায়াছবির গান{নিথুয় পাথারে...)

মনপুরা ছায়াছবির একটা গান করার চেষ্টা করলাম।দেখার অনুরোধ রইলো .........

বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

লালনের গান

please do something.

কবিতা আবৃত্তি

please do something.

আমার পৃথিবীতে আমি চাই


রাহান তাপস
ভিসা মুক্ত পৃথিবী চাই
নির দিধায় বেরতে চাই
রঙ্গীন পৃথিবী দেখতে চাই
নতুন কিছু জানতে চাই
আমরা মানুষ বাচঁতে চাই
পৃথিবী জুড়ে থাকতে চাই
ভিসা মুক্ত হুকুম চাই
স্বাধীন ভাবে ঘুরতে চাই
গনন্ত্রের বিকাশ চাই
আমরা ক্ষুদ্র তাই তো ভাই
মানুষের মতো বিবেক চাই
গনন্ত্রের পূর্ণতা চাই!!!


বিশ্ব খেলা


রাহান তাপস
কোন কোন প্রেম আছে
মন নিয়ে খেলা করে!

কোন কোন পাপি আছে
পাপ নিয়ে খেলা করে!!
কোন কোন খেলা আছে
সৃজনী নিজে করে!!!

© poem by Rahan Tapos


শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

কবিতা ঃ-কবি হওয়ার সাধনায়



কবি হওয়ার সাধনায়
poem by Rahan Tapos(রাহান তাপস)

কতটা সময় পারি দিয়ে শেষে
এসেছি এ পথে
কতটা কাল পুড়ে-পুড়ে এসে
মিশেছি এই রথে
কতটা ফাগুন ঝড়ে গেল শেষে
জীবনের সীমানাতে
কতটা কস্ট দিলে পরে তুমি
বলবে ভালোবাসতে
কত-কত পথ পারি দিয়ে শেষে
এসেছি এক সাথে
কত শত কবিতার পংক্তিমালা
রেখেছি হৃদয়ে গেথে
হাটি-হাটি পা-পা করে,চলেছি তবুও
কবিতার সাথে-সাথে।।। 
#                 #                 #                 #            #           #           #
From-        
By Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan      
phone +8801913935232

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

কবিতা :- রেশমি চুড়ি



                                   Poem by Rahan Tapos ( রাহান তাপস)


                         কাহার হাতের রেশমি চুড়ি

                         আমার কানে বাজে

                         রিনিঝিনি-রিনিঝিনি

                         কি সুর তোলে,তা যে-

                         হর্ষ জাগে আপন মনে

                         পুলক তোলে নয়ন লাজে

                         কি অপরূপ ঝিকিমিকি

                         ঝন-ঝনানিও সাজে

                         তাহার হাতের কাঁকন চুড়ি

                         আমার কানে বাজে।।
#            #            #            #            #            #            #
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
phone +8801913935232
Dhaka-1204,BANGLADESH.

সোমবার, ৮ মে, ২০১৭

কবিতা :- হাতির ঝিল



হাতির ঝিল
               
                                                        রাহান তাপস
মনে হয় যেন স্বর্গে আছি
হাওয়ায় উড়ছে মন
দিকে-দিকে দেখি আলোর বন্যা
আলোর নাচন-নাচেন।
সমুখে দেখি জল তরঙ্গ
জলের কোলাহল
আলো-আঁধারের রঙ্গিন ধারা
বহে যে সর্ব কুল
আদিতে ছিল ভরা দুকুল
শুধু হাতিদের চল
সেই সুবাদে হলো এর নাম
হাতির ঝিলরে হাতির ঝিল”।।
#          #          #          #          #          #          #       
From-        
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
phone +8801913935232
Dhaka-1204,BANGLADESH.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

কবিতার শিরোনামঃ-বৃষ্টি ঝড়ে,দুঃখ সরে

বৃষ্টি ঝড়ে,দুঃখ সরে
রাহান তাপস

আমি মেঘের সাথে দুঃখ নিয়ে পথ চলছি-
সে কেন হঠাৎ করেই
হৃদয় থেকে সরে দাঁড়ায়!
বৃষ্টি আমায়-
কান্না ভরা অশ্রু ঝরায়!
দুঃখ আমার যায় ভেসে যায়
শ্রবণ ধারায়!
বৃষ্টি ঝড়ে-
মধুর সুরে-
সঙ্গীতের সেই মূর্ছনায়!
দুঃখ আমার যায় ভেসে যায়
সেই সুরেই ব্যঞ্জনায়!
#          #          #          #          #
From-        
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan       
phone +8801913935232
Arcen gate,Postagola
Dhaka-1204,BANGLADESH.

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

ফেসবুকের সাংঘাতিক





ইদানীং মহল্লায় মহল্লায় প্রেস ক্লাব দেখা যায়।আমাদের এলাকায় ও একটা প্রেস ক্লাব আছে।তো একবার সেই প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হলো।অনুষ্ঠানটি যথা স্থানে যথা সময়ই শুরু হলো।আমি ও যথা সময় যথা স্থানে আমার আসনটিতে বসলাম।এক সময়ে মাগরিবের আযান ও নামাজের জন্য সাময়িক বিরতি দিলেন।আমার চুপ-চাপ বসে থাকতে ভালো লাগছে না।তাই পাশের সিটে একটা ইয়াং ছেলে দেখলাম।ভাবলাম ইয়াং মানুষের সাথে একটু হাই-হেলো করি।তাই প্রথমেই তাকে জিজ্ঞাসা করলাম,এই ইয়াং বয় আপনি কি সাংবাদিক? (উল্লেখ যে ঐ অনুষ্ঠানে সব সাংবাদিকদেরই দাওয়াত দিয়েছিলো।)
সে একটু পেঁচিয়ে উত্তর দিলো, “আমাকে কি সাংবাদিকের মতো মনে হয় না?”
আমি ভাবলাম চেহারা বা বয়েস দেখে তো সাংবাদিকের ওয়েট করা যায় না।ওয়েট করা যায় তার কলমের কত ধার তা দিয়ে।তা যাই হোক।
পরক্ষনে তাকে জিজ্ঞাসা করলাম,“আপনি কি প্রেস মিডিয়ায় কাজ করেন নাকি ভিজিউয়াল মিডিয়ায়?”
সে বললও মানে বুঝিয়ে বলেন?
আমি ভাবলাম ক্রিয়েটিভ লোক তো তাই বুঝি এ রকম ভাবেই কথা বলে।
বুঝিয়েই বললাম ,“আপনি কি পত্রিকায় লেখা-লেখি করেন নাকি টিবিতে রিপোটিং এ আছেন?মানে, কোন মিডিয়ায় সাংবাদিকতা করেন?”
তখন সে বুঝলও আমার প্রশ্ন।এবং তার মুখের এক ঝলক হাসি দেখা গেলো।সে যে উত্তর দিলো তা শুনে আমি কি করবো বুঝতে পারছি না। কাঁদবো না হাসবো।
প্রিয় পাঠক,আপনারাই বলেন আপনারা সেই ইয়াং ছেলেটির উত্তর শুনে কি করবেন?
উনি উত্তর দিলেন ,“তিনি নাকি ফেসবুকের সাংবাদিক।’’ফেস বুকে লেখেন।
আর আমি মনে-মনে বললাম,কি সাংঘাতিক!এতো ফেসবুকের সাংঘাতিক।
#            #            #            #            #            #            #            #
From-        
By Rahan Tapos ( রাহান তাপস)
www.rahantapos.blogspot.com       
phone +8801913935232