চিন্তা ও মনন উন্নয়নের প্রতীক
গান ,কবিতা,উপন্যাস,গল্প,নিবন্ধ ইত্যাদির সমাহার এই সাইডে।রাহান তাপস!!!
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
ভালোবাসার পরিমাপ
মনের বদল মন
মানুষ শিরোনামে কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ
recitation by Rahan Tapos
আবৃত্তিতে রাহান তাপস
কবিতা আবৃত্তি
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
হায়রে গনতন্ত্র সুর ও সঙ্গীত রাহান তাপস
কবিতার শিরোনাম:"মনের বদল মন"
:"মনের বদল মন"
যৌথ রচয়িতাঃরাহান তাপস ও যাকিয়া সুলতানা
M:মনের বদল মন দেবো
F:তোর মন খারাপের সঙ্গী হবো
M:আরে!এমন কথা আমি কবি
F:তোর হাসির কারণ হবো
M:তোর হাসিতেই মিশে রবো
F:তোর নির্ঘুম রাত হবো
M:রাতের তারায় তোকেই চাবো
F:জাগরণী তোর ছায়া হবো
M:ছায়ার পাশে কায়া হবো
F:তোর গান হবো,কবিতা হবো, না লেখা গল্প
হবো!
M:ও আচ্ছা -তাই বুঝি!তবে
তোর স্বপ্নের রাজা হবো F:আমিও তোর রানী
হবো
M:তবেই তোকে ভালোবাসার জাদু
দেবো
নিবি আমায় তুই?
F:তুলে তো নেবোই, আমার মনকে আমি কই
দিবি আমায় তুই!!
M:নেওয়া দেওয়ার মাঝে হবে
সুখের বলি দান
F:আমাদের মাঝে হবে স্বর্গ
সুখের বান
M:তুই কি আমার বেষ্টিত হবি
সুখ-দুঃখের সাথী হবি
F:তোর কল্পনার হবো কবি
রং তুলিতে আঁকবো ছবি
M:সব কিছুতেই গেঁথে রাখিস
ভালোবাসায় ভরে রাখিস
F:সুখে তুই নাইবা ডাকিস
দুঃখে তোর পাশে রাখিস
M:এমন করে কাছে রাখিস
প্রাণ ভরে ভালোবাসিস
F:আমি যে তোর পড়া বাঁশি
তোর হয়েছি তোরই আছি
থাকবো রে তোর পাশাপাশি!!!
----------------------------------------
প্লিজ ভালো লাগলে লাইক
শেয়ার দিয়ে সাপর্ট দেবেন
ধন্যবাদ🌹
ভালোবাসার দুষ্টমি
ভালোবাসার দুষ্টমি-ফাজলামী
By
Rahan Tapos
www.rahantapos.blogspot.com
M:কাল রাতে
তোমাকে স্বপ্ন দেখলাম, জান
F:কি দেখলে
মশাই
M:দেখলাম তুমি
আমাকে ভালোবাসা খুলে দিচ্ছো
F:সেটা আবার কি
রকম! ভালোবাসা কি খুলে দেখানো যায়!!
M:যায় যায়,অদ্ভুত
ভালবাসা খুলে দেখানো যায়!
F:তো কিভাবে
খুললাম?
M:স্বপ্নের মত
করে----
F:ঠিক আছে সেই
স্বপ্নটাই তুমি বলো
M:দেখলাম তোমার
অদ্ভুত পাগলামি ভালোবাসার খেলা
F:আরে কবি
হেয়ালি রাখো!! কি দেখলে বলো
M:দেখলাম তুমি
আমাকে লবণের মতো ভালোবাসছো
F:কি? আমি তোমাকে
লাবণের মতো ভালোবাসি!!
M:হ্যাঁ বাসো তো!
লবণ ছাড়া কি কোন তরকারি রান্না করা যায়!
লবণ তো তরকারির
সাথে জড়িয়ে থাকে।
আমি যেমন তোমাকে সারাক্ষণ জড়িয়ে রাখি হা...হা...
F:পচা কথা বলবে
না!!
M:তোমার সাথে
একটু দুষ্টুমি ও করা যাবে না!"
F:আচ্ছা ঠিক
আছে, এবার বল,স্বপ্নে কি
ভালোবাসার খেলা দেখলে
M:দেখলাম তুমি
ফুল পরী হয়ে জানালা দিয়ে আমার গৃহে প্রবেশ করলে
F:তারপর!!!
M:আমার খুব
কাছে ঘেঁষে বসলে।স্পর্শ করছিলো লোমকুপ গুলো--
F:তারপর
তারপর!!!!
M:আমার
নিঃশ্বাস দ্রুত বাড়তে থাকলো।আমাকে------
F:বলছো না কেন
তার পার কি হলো
M:তারপর,আর কি আমি
ভয়ে বেড সুইজ এর লাইট জ্বালালাম।
আর ওমনি ফুল পরী
ভেনিস।মানে তুমি আর নাই
F:ধ্যাত তুমি
একটা ভীতুর ডিম
M:তাহলে একটা
কাজ করো।
সেই ডিমটাকে তা দিয়ে বাচ্চা ফুটাও।
হা.....হা....আমাদের বাচ্চা হবে।
F:রাখো তোমার
দুষ্টুমি
M:হা.....
হা...
Please
Like .............Thanks
Up
load by Rahan Tapos
WhatsApp
+8801718575818
ধন্যবাদ