এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

বুধবার, ৪ মার্চ, ২০১৫

মনের মাঝে ফাগুনে ছোঁয়া



                রাহান তাপস
মনের মাঝে কখন যেন দোলা দিয়ে যায়
সুরে-সুরে গুঞ্জনে মোর হৃদয় জুড়ে রয়
আপন সুখের মোহে আমি ভুবন ভুলে যাই
স্বর্গ সুখের আনন্দটাও আরও বেশী চাই
সেই তো আমার পরম পাওয়া পরম পারায় রয়
ফাগুন এসে দেয় ধরা দেয়
হৃদয় ভরে যায়
সুখ যে আমার  নিজের কাছে আপন মনে গায়
চৌদিকে মোর রঙ্গিন ধারায়
হৃদয় ছুঁয়ে যায়।।
#              #              #              #                      #
Poem by Rahan Tapos(রাহান তাপস)

তোমারই সান্নিধ্য শুধু চাই-



                           রাহান তাপস
প্রলুব্ধ প্রলেপে জাগালে আমারে
তোমারই শিহরে বসায়ে
কেমন আনন্দে ভাসালে মোরে
হৃদয়ে জাগালে জোয়ারে!
এখন আমি যে চাই-
শুধুই যে চাই-
সান্নিধ্য শুধুই
তোমারেই!
*      *      *      *      *      *      *
Poem by Rahan Tapos (রাহান তাপস )
Eastern housing ltd,
C-32Arcen Gate,Fridabad.
Dhaka-1204,Bangladesh.
Mobile +8801913935232

রাজার রাজ্য



রাহান তাপস
রাজার কাছে রাজ্য চাই
এমন কথা বলতে  নাই
রাজা দেবে রাজ্য
এ-টাকি কর্জ
জনগণের  কষ্ট
চিরদিনই শ্রেষ্ঠ
বিরোধীর বক্ষে
প্রজাদের দুঃখে।।
#   #   #   #   #   #
রাহান তাপস (Rahan Tapos.)

বাংলার দুই পরিবারতন্ত্র



         রাহান তাপস
কোথায় গণ,কোথায় তন্ত্র
কে বলে তা গণতন্ত্র
বাংলাদেশের একটা মন্ত্র
পরিবারের দুই তন্ত্র
এদের জালে মানুষ যন্ত্র
হয় না আর পরতন্ত্র

একটা হবে চূড়ান্ত
অন্যটা দূরান্ত
এই বাংলার এই চন্দ্র
থাকবে জেগে নাই তন্ত্র
মানুষ মরে,ছাগল মরে
ক্ষমতাটা ভাগ করে!!
স্বামীর দেশ,পিতার দেশ
হবে কার বাংলাদেশ!!
#              #              #              #              #
From-
Rahan Tapos ( রাহান তাপস )

এমন কেন হয়!



poem by Rahan Tapos
ফুল দিয়ে মোরা শ্রদ্ধা জানাই
মন দিয়ে নয় কেন?
সারাটা বছর অবহেলায়
কাটায় মিনার জানো!
মনের মাঝে শ্রদ্ধা টুকো
উজার করে বোনো
পরিচ্ছন্ন জায়গা টুকো
রাখা হয়  না কেন?
#        #        #
Rahan
Mobile+8801913935232

শীতের কুয়াসায় ঢাকা এক নগ্ন রূপসী




         










    রাহান তাপস
আমি সমুদ্রের ঝড় থেকে
নোনা জল তুলে এনেছি-
গভীর অরণ্য থেকে
তুলে এনেছি-
এক কৃষ্ণ কুহু
পাহাড়ের বুক থেকে
দেখেছি-
সীতার শীতল বাহু
ঝরনার জল থেকে
ভিজে-ভিজে শীতল হয়েছি
নদীর স্বচ্ছ মিঠা জলে
তৃষ্ণানা মিটিয়েছি
তবুও দেখা হয়নি কিছুই
এখনো পাওয়া হয়নি কিছুই
এখন ও অতৃপ্ত রয়েছে চোখের পলক
না দেখা এক নগ্ন চালক
কুয়াসায় ঢাকা এক নগ্ন রূপসী
হৃদয় একটা তৃষ্ণা পুষেছি-
না দেখা এক শীতের শীতল সজনী
ভালোবাসার এক উষ্ণ রজনী।।
#                      #                      #                      #                      #                      #
Poem by Rahan Tapos
Mobile +8801913935232