রাহান তাপস
আমি সমুদ্রের ঝড় থেকে
নোনা জল তুলে এনেছি-
গভীর অরণ্য থেকে
তুলে এনেছি-
এক কৃষ্ণ কুহু
পাহাড়ের বুক থেকে
দেখেছি-
সীতার শীতল বাহু
ঝরনার জল থেকে
ভিজে-ভিজে শীতল হয়েছি
নদীর স্বচ্ছ মিঠা জলে
তৃষ্ণানা মিটিয়েছি
তবুও দেখা হয়নি কিছুই
এখনো পাওয়া হয়নি কিছুই
এখন ও অতৃপ্ত রয়েছে চোখের পলক
না দেখা এক নগ্ন চালক
কুয়াসায় ঢাকা এক নগ্ন রূপসী
হৃদয় একটা তৃষ্ণা পুষেছি-
না দেখা এক শীতের শীতল সজনী
ভালোবাসার এক উষ্ণ রজনী।।
# # # # # #
Poem by Rahan Tapos
Mobile +8801913935232
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন