এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

বুধবার, ৪ মার্চ, ২০১৫

মনের মাঝে ফাগুনে ছোঁয়া



                রাহান তাপস
মনের মাঝে কখন যেন দোলা দিয়ে যায়
সুরে-সুরে গুঞ্জনে মোর হৃদয় জুড়ে রয়
আপন সুখের মোহে আমি ভুবন ভুলে যাই
স্বর্গ সুখের আনন্দটাও আরও বেশী চাই
সেই তো আমার পরম পাওয়া পরম পারায় রয়
ফাগুন এসে দেয় ধরা দেয়
হৃদয় ভরে যায়
সুখ যে আমার  নিজের কাছে আপন মনে গায়
চৌদিকে মোর রঙ্গিন ধারায়
হৃদয় ছুঁয়ে যায়।।
#              #              #              #                      #
Poem by Rahan Tapos(রাহান তাপস)

কোন মন্তব্য নেই: