এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

বুধবার, ৪ মার্চ, ২০১৫

বাংলার দুই পরিবারতন্ত্র



         রাহান তাপস
কোথায় গণ,কোথায় তন্ত্র
কে বলে তা গণতন্ত্র
বাংলাদেশের একটা মন্ত্র
পরিবারের দুই তন্ত্র
এদের জালে মানুষ যন্ত্র
হয় না আর পরতন্ত্র

একটা হবে চূড়ান্ত
অন্যটা দূরান্ত
এই বাংলার এই চন্দ্র
থাকবে জেগে নাই তন্ত্র
মানুষ মরে,ছাগল মরে
ক্ষমতাটা ভাগ করে!!
স্বামীর দেশ,পিতার দেশ
হবে কার বাংলাদেশ!!
#              #              #              #              #
From-
Rahan Tapos ( রাহান তাপস )

কোন মন্তব্য নেই: