এই ব্লগটি সন্ধান করুন

Translate

বিজ্ঞাপনের জন্য জায়গা

বিভিন্ন রকমের বিজ্ঞাপন হতে পারে।

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

কবি


poem by Rahan Tapos(রাহান তাপস)

কবি অতীত নয়
কবি বর্তমান
কবিরা অতীত হয় না
কবি প্রবহমান।

কবি বিধ্বংস নয়
কবি মহাকাল
কবিরা কালের যাত্রায় রয়
মহাকালের আলোয়।

কবি বিমোহিত নয়
কবিরা অন্তত
কবিরা হারাবা নয়
কবিরা বহমান।

কবিরা অনাদি কাল
শ্রেদ্ধেয়-
শ্রদ্ধার আকাশ থেকে
পুষ্প হয় বর্ষণ।।।
#           #           #           #           #           #           #     
From-        
(c)Poem by Rahan ( রাহান তাপস )
ফোন +8801913935232
ঢাকা-1204, বাংলাদেশ.

কোন মন্তব্য নেই: