Poem by Rahan Tapos
আত্ম সত্ত্বার ধারক
বিক্রি হতে পারে না!
বিক্রি হতে যানে না!
দুঃখরত পাথর
ঘষে-ঘষে ক্ষয় হয়
বিক্রি হতে যানে না
সত্যের ধ্রুব সত্য
আকরে ধরে
তবু ও বিক্রি হতে পারে না।
আরশিতে প্রতি-বিন্দুর বিপরীত
দেখার সত্য-মিথ্যা-
প্রকৃতি ও বিক্রি হতে পারে
মানবতার সত্ত্ব
বিক্রি হতে-হতে ফিরে আসে সৎ মানুষের আত্মায়
মহত আত্ম বিক্রি হতে পারে না
বিক্রি হতে যানে না!
মানবতার আত্মার আত্মীয়
বিক্রি হতে পারে না!
# # # # # # #
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahanphone+8801913935232
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন