এই ব্লগটি সন্ধান করুন

Click It

Translate

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

poem (কবিতার শিরনাম তোমার তুলনা তুমি)

তোমার তুলনা তুমি
কবিতা রচিতাঃরাহান তাপস


তোমার তুলনা তুমি-
অনন্য তুমি,অনন্ত তুমি,অন্তরে অবদ্ধ তুমি;
উচ্ছ্বাসে-নিঃশ্বাসে উৎফুল্লে তুমি।
বাতাসে-বাতাসে অম্লান শোভা
দিক হতে দিগন্তরে ছোটা
নিস্তেজ নিরস্ত ঘুমান্ত লাভা
জ্বল-জ্বল করে জ্বলে।
তুলনা হয় না তুলির
ছবির সাথে তোমার ছবির
দেহ মন মিশেছে এক ধারায়
নব-নব উদ্ভাসে-
তোমার তুলনা তুমিই।।।
#              #              #              #              #              #              #              #              #
From-        
Poem by Rahan Tapos ( রাহান তাপস)
www.facebook.com/Tapos.Rahan
       
phone +8801913935232
Eastern housing ltd.

Dhaka-1204,BANGLADESH.

কোন মন্তব্য নেই: